ENGLISH
- Advertisement -Newspaper WordPress Theme
প্রতিবেদননিঃস্বার্থ একটি সম্পর্ক বন্ধুত্ব, যেখানে থাকে না কোনো শর্ত-স্বার্থ

নিঃস্বার্থ একটি সম্পর্ক বন্ধুত্ব, যেখানে থাকে না কোনো শর্ত-স্বার্থ

Friend/বন্ধু শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ” বন্ধু “শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে,, আমাদের সবারই প্রিয় মুখ। আমার কাছে এই পরিচিত শব্দটিই একটু অন্যরকম অনুভূতির মিশ্রণ। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আমরা অসংখ্য মানুষের সংস্পর্শে আসি। তবে তাদের সবাই আমাদের ভালো বন্ধু হতে পারে না। ভালো বন্ধু কেবল তারাই হয় যারা আমাদের মন স্পর্শ করতে পারে। প্রিয় বন্ধু মানে হলো যার সাথে বিনা দ্বিধায় আমি মনের সব কথা তাকে বলতে পারি। যার সাথে চরম মন খারাপ এর দিনগুলো ও অনায়াসে হাসিমুখে পার করে দেয়া যায়। যার কাছে জীবনের গোপনীয়তাও গোপন থাকে। যার কষ্টে আমার কষ্ট হয়,আর যার আনন্দে আমারও আনন্দ হয়। জীবনের যে পরিস্থিতিই আসুক না কেন, আমরা একে অপরের পাশে থাকবো সবসময়। ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। বন্ধু

হেলেন কেলার চলার পথে কত শত মানুষের সাথে পরিচয়, হয় বন্ধুত্ব। কিন্তু একটা সময় পর প্রায় সবাই চলে যায়। কিন্তু প্রিয় বন্ধুটি থাকবে আজীবন। হতে পারে সময়ের ব্যাবধানে যোগাযোগ কমে গেল,আগের মতো সেই আড্ডা দেয়া, ঘোরাঘুরি, একসাথে ক্লাস মিস দেয়া কিছুই রইলো না। তারপরও সম্পর্ক থাকবে অটুট। অন্য সকলের সাথে সম্পর্কটা “প্রয়োজনে প্রিয়জন” হলেও প্রিয় বন্ধুর নিকট হবে ঠিক তার উল্টো। বন্ধুতের গুরুত্বটা বোধহয় সবার কাছেই বেশি। তাইতো শেক্সপিয়র বলেছিলেন,, কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। “তাইতো বন্ধুত্বে থাকে না কোনো শর্ত বা স্বার্থ। নিঃস্বার্থ একটি সম্পর্ক। সম্পর্কটি হবে স্নেহের, ভালোবাসার। হাজার ঝগড়া-ঝাটি, মারামারির পরও- তুই আমার বন্ধু, সবসময় থাকবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমরা খুঁজছি তোমাকেই

তুমি কি ভিডিও বানাও? লেখালেখি ভালোবাসো? ছবি তুলতে ভালো লাগে? তোমার চোখে দেখা বাস্তবতাই বদলে দিতে পারে সমাজের চিত্র। এখনই আবেদন করো লাল সবুজ প্রকাশ-এর সাথে যুক্ত হওয়ার জন্য

ক্লিক করো এখানে

বিশেষ প্রতিবেদন ⇢

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ প্রতিবেদন

More article

- Advertisement -Newspaper WordPress Theme