রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। প্রতিবার পরিবেশ দিবসকে কেন্দ্র করে ৫ জুন শুরু হলেও এবার ঈদের ছুটি থাকায় মেলা শুরু হয়েছে ২৫ জুন। যে কেউ বিনা টিকিটে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গাছ কেনা থেকে শুরু করে মেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।
দেশি–বিদেশি নানান ফুল, ফল, ঔষধি আর শোভাবর্ধক গাছ যেমন আছে, তেমনি আছে দামেরও বিস্তর ওঠানামা। বৃক্ষমেলায় প্রতিবারের মতো এবারও দেখা মিলল লাখ টাকা ছাপিয়ে যাওয়া কিছু গাছের। একপলকে দেখে নেওয়া যাক সেসব গাছ।
প্রায় ২৫ ফুট উচ্চতার নাগাচূড়াগাছের দেখা মিলল উইনার নার্সারিতে। বিক্রেতার তথ্যমতে, উগান্ডা থেকে আমদানি করা গাছটির বয়স ৩৬ বছর। পাতার গঠন ও রঙে আছে বৈচিত্র্য। ৪ রকমের রং ফুটে ওঠে এর পাতায় পাতায়। এক জায়গা থেকে অন্য জায়গা মানে বৃক্ষমেলায় স্থানান্তরের ফলে গাছের পাতা সাময়িকভাবে কিছুটা ঝরে গেছে। গাছটির দাম হাঁকা হচ্ছে সাড়ে চার লাখ টাকা।
নাগাচূড়া বা আমব্রেলা ট্রি ছাতার মতো পাতা ছড়িয়ে ওপরে ওঠে বলে এমন নাম। তা–ও আবার উল্টো ছাতা! বাতাসে ছাতা ওলটালে যেমন দেখায়, অনেকটা সে রকম। কেউ কেউ একে নাগা চুয়া বলেও ডাকেন।
প্রতিবার মেলায় গাছের উচ্চ মূল্যের তকমা থাকে বনসাইয়ের দখলে। মেলায় এবার তেমন বনসাইয়ের উপস্থিতি দেখা যায়নি। কিছু কিছু স্টলে অন্যান্য গাছের সঙ্গে বনসাই চোখে পড়ল। বরিশাল নার্সারির একটা অংশে গ্রিনহাউস করা হয়েছে। সেই গ্রিনহাউসে প্রবেশের দুপাশে দুটি বনসাই বসানো আছে।
চীন থেকে আমদানি করা প্রায় ৬০ বছর বয়সী বনসাই দুটোর একেকটির দাম পড়বে ৬ থেকে ৮ লাখ টাকা।
পৃথক নার্সারিতে ফলসহ নজরকাড়া দুটি খেজুরগাছের দেখা মিলল, যে গাছগুলোর দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে। লালচে খয়েরি রঙের থোকা থোকা ফল নিয়ে ডিসি নার্সারিতে আছে ‘মেডজুল’ জাতের খেজুরগাছ। দাম হচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা।
‘সুকারি’ জাতের খেজুরগাছের দেখা পাবেন ব্র্যাক নার্সারির স্টলে। দাম হাঁকা হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। মেলার ক্রেত- দর্শনার্থীরা দাম শুনে অবাক হলেও ফলসহ গাছ দেখে মুগ্ধ হচ্ছেন। অনেকেই আবার গাছের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।