ENGLISH
- Advertisement -Newspaper WordPress Theme
বিজ্ঞান ও প্রযুক্তিফেসবুক ভিডিও হয়ে গেল এখন ‘রিলস’

ফেসবুক ভিডিও হয়ে গেল এখন ‘রিলস’

ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও এখন থেকে ‘রিলস’ হিসেবে দেখানো হবে। এ বিষয়ে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা সব ধরণের ভিডিও কনটেন্ট ‘রিলস’ ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন। ‘ভিডিও’ ট্যাবের নাম হবে “রিলস ট্যাব”। শিগগিরই কার্যকর হবে এই নতুন ফিচার এবং সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে আপডেট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপী কার্যকর করা হবে। নতুন এই ফিচারে রিলস ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো সীমাবদ্ধতা রাখছে না মেটা। যার ফলে ছোট, বড় ও লাইভ সব ধরনের ভিডিও কনটেন্টই ‘রিলস’ হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।

যেসব ব্যবহারকারী আগে পূর্ববর্তী ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই। ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। ‘রিলস’ ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে। তবে যেসব ইউজারের ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে সেটিং এ পরিবর্তন আনতে হবে বা নতুন করে অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে। মেটা আশা করছে, নতুন এসব পরিবর্তন ইউজারদের উপকারে আসবে। তারা ফেসবুকে আরও সৃজনশীল হওয়ার সুযোগ পাবেন।

সূত্র: The Daily Star বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমরা খুঁজছি তোমাকেই

তুমি কি ভিডিও বানাও? লেখালেখি ভালোবাসো? ছবি তুলতে ভালো লাগে? তোমার চোখে দেখা বাস্তবতাই বদলে দিতে পারে সমাজের চিত্র। এখনই আবেদন করো লাল সবুজ প্রকাশ-এর সাথে যুক্ত হওয়ার জন্য

ক্লিক করো এখানে

বিশেষ প্রতিবেদন ⇢

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ প্রতিবেদন

More article

- Advertisement -Newspaper WordPress Theme