ENGLISH
- Advertisement -Newspaper WordPress Theme
প্রতিবেদনউদ্যোগনিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে সচেতনতামূলক সেমিনার

নিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে সচেতনতামূলক সেমিনার

জি এম বাইজিদ (পটুয়াখালী)


শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল সবুজ সোসাইটির উদ্যোগে পটুয়াখালী জেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক সেমিনার। লাল সবুজ সোসাইটির আয়োজিত এই সেমিনারে ‘নিরাপদ ও অনিরাপদ স্পর্শ’ বিষয়ে শিশুদের সচেতন করে তোলা হয় সহজ ও আকর্ষণীয় উপায়ে।

শিক্ষার্থীদের বয়স ও মানসিক স্তরের কথা মাথায় রেখে এই সেশনে বিভিন্ন ছবি, কার্টুন ও গল্পের মাধ্যমে বোঝানো হয় কোন স্পর্শগুলো নিরাপদ এবং কোনগুলো অনিরাপদ। কার্টুন চরিত্রের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ এই বার্তা সহজভাবে শিশুদের মাঝে তুলে ধরা হয়, যাতে তারা ভয় না পেয়ে বিষয়গুলো উপলব্ধি করতে পারে।

শুধু স্পর্শ বোঝানোই নয়—এমন কোন পরিস্থিতির মুখোমুখি হলে শিশুদের কী করণীয়, কাকে জানাতে হবে, কিভাবে নিজের সুরক্ষার কথা বলতে হবে—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়। সেমিনারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “না” বলতে শেখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা অর্জন।

শিশুদের সম্পূর্ণ অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সেশনটি। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা প্রকাশ করে এবং নিজেদের দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন করে। তাদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ আয়োজকদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠান শেষে স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন,
“শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। অনেক সময় শিশুরা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বলতে পারে না। তাই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। লাল সবুজ সোসাইটির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

লাল সবুজ সোসাইটির প্রতিনিধি মো: ইস্রাফিল জানান,
“আমরা চাই, প্রতিটি শিশু নিরাপদ থাকুক, সচেতন হোক এবং নিজেকে রক্ষা করতে জানুক। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সেমিনারটি আয়োজন করেছি। ভবিষ্যতে আরও স্কুলে এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবকরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত সহযোগিতায় শিশুদের জন্য একটি আনন্দদায়ক ও শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আমরা খুঁজছি তোমাকেই

তুমি কি ভিডিও বানাও? লেখালেখি ভালোবাসো? ছবি তুলতে ভালো লাগে? তোমার চোখে দেখা বাস্তবতাই বদলে দিতে পারে সমাজের চিত্র। এখনই আবেদন করো লাল সবুজ প্রকাশ-এর সাথে যুক্ত হওয়ার জন্য

ক্লিক করো এখানে

বিশেষ প্রতিবেদন ⇢

- Advertisement -Newspaper WordPress Theme

সর্বশেষ প্রতিবেদন

More article

- Advertisement -Newspaper WordPress Theme