/
/
টিকটকে এআই দেবে ছবির বর্ণনা
টিকটকে এআই দেবে ছবির বর্ণনা
টিকটক
Byলাল সবুজ প্রকাশ
Published১ জুলাই, ২০২৫
৬:২১ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (4)

দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য টিকটক আনছে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ফিচারের মাধ্যমে টিকটকে থাকা কোনো ছবির বর্ণনা স্বয়ংক্রিয়ভাবে শোনা যাবে। গত এপ্রিলে ‘অল্টারনেট টেক্সট’ নামে একটি ফিচার চালু করে টিকটক, যার ফলে ব্যবহারকারীরা পান লিখিত আকারে ছবির বর্ননা। চোখে কম দেখতে পারা ব্যক্তিদের জন্য চালু করা এই নতুন ফিচারটি পরীক্ষা করছে চীনা এই কোম্পানি।

গত ১৪ মে টিকটকের এক ব্লগ পোস্টে প্রথম এ খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘সম্প্রতি ছবি পোস্ট করার সময় বা পোস্ট করার পরেও তাতে অল্টারনেট টেক্সট যুক্ত করার সুবিধা আনা হয়েছে। এর ওপর ভিত্তি করে নতুন একটি এআই-চালিত ফিচার পরীক্ষা করা হচ্ছে, যা ছবির বর্ণনা লিখবে ও স্ক্রিন রিডারের মাধ্যমে তা পড়ে শোনাবে। এই ফিচারগুলো দৃষ্টিপ্রতিবন্ধী, কম দৃষ্টিসম্পন্ন ব্যক্তি বা যারা ভিন্নভাবে কনটেন্ট দেখেন, তাদের কাছে টিকটকের উপযোগিতা বাড়াবে।’

টিকটক জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া বর্ণনা সব সময় নির্ভুল নাও হতে পারে। তাই ব্যবহারকারীরা কনটেন্ট আপলোডের সময় বা পরে নিজেদের মতো করে বর্ণনা লিখতে পারবেন। আবার এআই-র তৈরি টেক্সটগুলোও পরিমার্জন করতে পারবেন।

সূত্র: The Daily Star বাংলা