/
/
/
দেশে উন্মুক্ত কনসার্টে স্থগিতের ঢল, শীতের মৌসুমেই ভাটা পড়েছে উন্মাদনায়
দেশে উন্মুক্ত কনসার্টে স্থগিতের ঢল, শীতের মৌসুমেই ভাটা পড়েছে উন্মাদনায়
Byলাল সবুজ প্রকাশ
Published৬ ডিসেম্বর, ২০২৫
১১:৪১ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

consert

প্রতিবছর শীত এলেই ওপেন-এয়ার কনসার্টে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। গানপ্রেমীদের জমজমাট উপস্থিতিতে উন্মুক্ত মঞ্চগুলো হয়ে ওঠে উৎসবের কেন্দ্র। কিন্তু এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হতেই থেমে গেছে সেই উচ্ছ্বাস। একের পর এক স্থগিতের খবরে ভাটা পড়েছে শীতের কনসার্ট মৌসুমে। ছোট পরিসর বা ঘরোয়া কিছু আয়োজন হলেও বড় মাপের ওপেন কনসার্টগুলো বাতিল বা স্থগিত হওয়ায় দর্শক-শ্রোতারা ফিরে পেয়েছেন অগ্রিম টিকিটের টাকা। শঙ্কা দেখা দিয়েছে আসন্ন শো নিয়েও। এমনকি ডিসেম্বরেই ঢাকায় স্টেজ মাতানোর কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের—কিন্তু আয়োজকদের নিশ্চয়তা থাকলেও শোটি ঘিরেও অনিশ্চয়তা বাড়ছে।

এরই মধ্যে সংগীতপ্রেমীদের সবচেয়ে বেশি হতাশ করেছে জেমসের কনসার্ট স্থগিত হওয়া। খোলা মাঠের কনসার্ট মানেই নগর বাউল জেমসের রকিং উপস্থিতি—যা তরুণদের মধ্যে আলাদা উন্মাদনা সৃষ্টি করে। কথা ছিল, গত ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে একই মঞ্চে উঠবেন জেমস ও পাকিস্তানের বিখ্যাত জুনুন ব্যান্ডের সদস্য আলি আজমত। প্রথমবারের মতো দুই রকতারকার মিলনমঞ্চ দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

গত শুক্রবার রাজধানীর ৩০০ ফুট এলাকায় স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সাউন্ড অব সোল’ কনসার্ট। এতে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’-এর সাথে বাংলাদেশের ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’। আয়োজক প্রতিষ্ঠান স্টেইজ কো সব প্রস্তুতি সেরে রাখলেও শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল করতে হয়।

নিরাপত্তাজনিত কারণে সর্বশেষ বাতিল হয়েছে ভারতের সংগীতশিল্পী অনুভ জৈনের কনসার্ট। ১২ ডিসেম্বর কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই শো। কিন্তু গত ২৫ নভেম্বর আয়োজক হাইপনেশন এটি স্থগিত করে।

এদিকে দেশের মঞ্চে শিগগিরই পারফর্ম করার কথা পাকিস্তানি ব্যান্ড কাভিশ এবং গায়ক আতিফ আসলামের। আগামী ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ’-এর আয়োজনে ঢাকায় গান শোনানোর কথা রয়েছে আতিফের। পাশাপাশি ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক চ্যারিটি কনসার্টেও তার অংশগ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। তবে সাম্প্রতিক স্থগিতের ধারায় এসব কনসার্টও এখন অনিশ্চয়তার মুখে।

দেশের সংগীত অঙ্গনে শীতের কনসার্ট মৌসুম সাধারণত যে উচ্ছ্বাস নিয়ে আসে, চলতি বছরে সেই আনন্দে ছেদ ফেলেছে একের পর এক বাতিল আয়োজন—যা কনসার্টপ্রেমীদের মাঝে গভীর হতাশা তৈরি করেছে।