/
/
পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হবে তুরস্কে
পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হবে তুরস্কে
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ নভেম্বর, ২০২৫
১২:৪৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

unnamed (1)1

ব্রাজিলে এবছর কপ-৩০ পালিত হওয়ার পর আগামী বছরের জলবায়ু সম্মেলন অর্থাৎ কপ-৩১ এর আয়োজন করা হবে তুরস্কে৷ যদিও এ সম্মেলনের সরকারি পর্যায়ের নেতৃত্ব দিবে অস্ট্রেলিয়া।

জলবায়ু সম্মেলন হলো এমন একটি সম্মেলন যেখানে জলবায়ু সম্পর্কিত সকল কার্যক্রম এগিয়ে নেয়ার এটিই হলো বৈশ্বিক বৃহৎ ও প্রধান একটি আন্তর্জাতিক মঞ্চ। এই সম্মেলনেই জলবায়ু সম্পর্কিত বার্ষিক সবচেয়ে বড় ও প্রধান আলোচনা, দরকষাকষি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী আয়োজন অর্থাৎ কপ-৩১ আয়োজনের উদ্দেশ্যে দরপত্র জমা দেয় অস্ট্রেলিয়া ও তুরস্ক। তবে যেহেতু দুই দেশের কেউই সরে আসছিলো না তাই জটিল অবস্থার মধ্যে পড়তে হয়। যদিও পরে দুই দেশেরই অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সমঝোতা অনুযায়ী কপ-৩১ আয়োজন করবে তুরস্ক এবং সরকারি আলোচনার নেতৃত্ব ফিবে অস্ট্রেলিয়া। তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাক-কপেরও আয়োজন করা হবে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
এছাড়াও তিনি এই আয়োজনের সিদ্ধান্তকে অস্ট্রেলিয়া ও তুরস্ক উভয় দেশের জন্যি বড় জয় বলে মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ার জলবায়ু এ জ্বালানী মন্ত্রী ক্রিস বাউয়েন অবশ্য বলেছেন আলোচনা এখনও সম্পূর্ণ হয়নি তবে এটি অস্ট্রেলিয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
জানা যায়, কপ পরিচালনার ক্ষেত্রে কপ সভাপতির সব ক্ষমতাই থাকবে তার হাতে।

সুত্র: রয়টার্স