/
/
‘হ্যারি পটার’ টিভি সিরিজে নতুন হ্যারিকে শুভেচ্ছা পুরাতন হ্যারি ড্যানিয়েল র‍্যাডক্লিফের
‘হ্যারি পটার’ টিভি সিরিজে নতুন হ্যারিকে শুভেচ্ছা পুরাতন হ্যারি ড্যানিয়েল র‍্যাডক্লিফের
Byলাল সবুজ প্রকাশ
Published২ ডিসেম্বর, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

radcliff and mac

একসময়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির টিভি রূপান্তরে নতুন হ্যারি পটার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ডমিনিক ম্যাকলাকলিন। আর এই নতুন যাত্রায় তাকে শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন সিনেমার পুরোনো হ্যারি—ড্যানিয়েল র‍্যাডক্লিফ। র‍্যাডক্লিফের এই আন্তরিক বার্তা ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।

গুড মর্নিং আমেরিকা–কে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাডক্লিফ জানান, ডমিনিক তাকে ‘খুব মিষ্টি একটি উত্তর’ পাঠিয়েছেন। উল্লেখ্য, ড্যানিয়েল নিজেও মাত্র ১১ বছর বয়সে প্রথম চলচ্চিত্রে হ্যারি পটারের ভূমিকায় অভিনয় শুরু করেছিলেন। তাই নতুন প্রজন্মের হ্যারি এবং তার সহশিল্পীদের প্রতি তার শুভকামনা ছিল বিশেষভাবে উষ্ণ।

চিঠি লেখার কারণ ব্যাখ্যা করে র‍্যাডক্লিফ বলেন, তিনি কোনোভাবে “এই শিশুদের জীবনে ভূতের মতো উপস্থিত” থাকতে চান না। তবে তিনি চেয়েছিলেন নতুন দলটি যেন তাদের সময়টা আনন্দে কাটাতে পারে—“আমার চেয়েও ভালো সময় কাটুক,” এমনটিও উল্লেখ করেন তিনি।

গত বছর হ্যারি পটার টিভি সিরিজের জন্য মুক্ত অডিশনের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ৩০ হাজারেরও বেশি শিশু। সেখান থেকেই নির্বাচিত হন ডমিনিক ম্যাকলাকলিন (হ্যারি), অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়োনি গ্রেঞ্জার) ও অ্যালাস্টার স্টাউট (রন উইজলি)। তিনজনই কার্যত নতুন মুখ, তবে স্ট্যানটন আগে ওয়েস্ট এন্ডের জনপ্রিয় মিউজিক্যাল মাটিল্ডা-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ম্যাকলাকলিনও স্কাই কমেডি গ্রোতে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। অ্যালাস্টার স্টাউটের ক্ষেত্রে এটি হবে একেবারে প্রথম অভিনয়যাত্রা।

নতুনদের পাশাপাশি যুক্ত হচ্ছেন অভিজ্ঞ শিল্পীরাও—আলবাস ডাম্বলডোর চরিত্রে জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেপ চরিত্রে পাপ্পা এসিডু এবং রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে থাকছেন নিক ফ্রস্ট।

ইতোমধ্যেই সিরিজের প্রথম পর্বের শুটিং শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে প্রচার শুরু হবে। জে.কে. রাউলিংয়ের সাতটি বইয়ের প্রতিটির ওপর ভিত্তি করে আলাদা আলাদা সিজন নির্মাণের পরিকল্পনা থাকায় পুরো সিরিজ শেষ হতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে বলে ধারণা করছেন নির্মাতারা।