
পটুয়াখালীতে পালিত হলো বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১২ জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও, সরকারি ছুটির কারণে বাংলাদেশে এবার তা পালিত হলো ১৯ জুন৷ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়, যা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক মতবিনিময় সভা।
লাল সবুজ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন এবং SAFE প্রকল্প আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন। তিনি বলেন, ‘জেলায় কোনো শিশু যেন শ্রমে নিযুক্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। প্রয়োজনে শিশু শ্রমে জড়িত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হবে।’
তিনি আরও জানান, শিশুশ্রম নিরসনে জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং স্কুলমুখী কর্মসূচির মাধ্যমে শিশুদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ মফিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা তথ্য অফিস, শিশু পরিবার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাঁরা সবাই শিশুশ্রম প্রতিরোধ ও শিশু সুরক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
লাল সবুজ সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশন এবং SAFE প্রকল্প সদস্যসহ স্থানীয় বিভিন্ন এনজিও, সিএসও এবং সামাজিক সংগঠনের প্রায় ৭০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। আয়োজকদের মতে, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিশুশ্রমের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে এবং সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াসকে আরও শক্তিশালী করবে।