/
/
/
বাংলাদেশের কোন ১০ খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়ায় অনুসারী সবচেয়ে বেশি
বাংলাদেশের কোন ১০ খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়ায় অনুসারী সবচেয়ে বেশি
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ জুলাই, ২০২৫
৩:১২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (23)

ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স—এই তিন প্ল্যাটফর্মে অনুসারী সংখ্যার ওপর ভিত্তি করে শীর্ষ ১০ বাংলাদেশি ক্রীড়াবিদ যদি বেছে নেওয়া হয়, তাহলে কেমন হবে তালিকাটা?

প্রিয় খেলোয়াড় পেশাদার জগতের বাইরে কোথায় কী করেন, কীভাবে জীবনযাপন করেন—এ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। বর্তমান সময়ে তারকা খেলোয়াড়দের ব্যক্তিজীবন সম্পর্কে ধারণা পাওয়ার বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম।

ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামের মতো মাধ্যমে অনুসারী দেখে অনেক সময় একজন খেলোয়াড়ের জনপ্রিয়তা, তাঁকে ঘিরে মানুষের আগ্রহ বোঝা যায়। ধারণা পাওয়া যায় সেই খেলোয়াড়ের ‘ফ্যানবেজ’ সম্পর্কেও। তারকা খেলোয়াড়েরাও ভক্ত-অনুসারীদের সঙ্গে যোগাযোগের জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নেন সবচেয়ে বেশি।

বিদেশি খেলোয়াড়দের মতো বাংলাদেশের তারকা খেলোয়াড়দের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। অনুসরণ করা যায়—এমন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এই তিন প্ল্যাটফর্মে অনুসারী সংখ্যার ওপর ভিত্তি করে শীর্ষ ১০ বাংলাদেশি ক্রীড়াবিদ যদি বেছে নেওয়া হয়, তাহলে কেমন হবে তালিকাটা?

অনুমিতভাবে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশান্তরি। আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স মিলিয়ে ৩৮ বছর বয়সী এই তারকার অনুসারী সংখ্যা এখনো সবচেয়ে বেশি—২ কোটি ৮ লাখ ৫৪ হাজার।