উন্নত জীবন ব্যবস্থা থেকে পিছিয়ে মৌলভীবাজারের আদিবাসীরা
উন্নত জীবন ব্যবস্থা থেকে পিছিয়ে মৌলভীবাজারের আদিবাসীরা
Byলাল সবুজ প্রকাশ
Published৩ সেপ্টেম্বর, ২০২৫
২:৫৬ অপরাহ্ণ
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মৌলভী চা বাগানের ভেতরে নবীনগর পানপুঞ্জি। বহু বছর ধরে এখানে বসবাস করছে খাসিয়া, গাড়ো বহু পরিবার। কিন্তু আধুনিক যুগে এসেও এই জনগোষ্ঠীর জীবনযাত্রায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।