/
/
/
টেস্টে ইতিহাস ছুঁতে চলেছেন মুশফিকুর রহিম
টেস্টে ইতিহাস ছুঁতে চলেছেন মুশফিকুর রহিম
Byশরিফুর রহমান
Published১০ নভেম্বর, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ
WhatsApp Image 2025-09-04 at 11.09.11 AM
শরিফুর রহমান
শরিফুর রহমান, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইনে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি লাল সবুজ প্রকাশে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছেন। সৃজনশীল নকশার মাধ্যমে সামাজিক উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তোলাই তার মূল লক্ষ্য। সামনে সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখেন তিনি।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

mr cap

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে নিজেকে নিবেদন করে আসা এই উইকেটরক্ষক ব্যাটার এবার ছুঁতে যাচ্ছেন এক ঐতিহাসিক মাইলফলক- ‘শততম টেস্ট’।

সিলেটে আগামী মঙ্গলবার শুরু হবে তার ৯৯তম টেস্ট। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ নভেম্বর মিরপুর টেস্টেই প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিক। সেই সময়টা আসার আগেই নিজের প্রিয় টেস্ট ক্যাপের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সকল উত্থান-পতনের সঙ্গী…’

তার শেয়ার করা ছবিটিতে দেখা যায়, পুরনো সেই টেস্ট ক্যাপ রঙ চটে গেছে বহু আগেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোটাও অনেকটা ম্লান। তবে এই ক্যাপটাই মুশফিকের কাছে  হয়ত সবচেয়ে দামী, কারণ ২০০৫ সালে লর্ডসে অভিষেকের সময় অধিনায়ক হাবিবুল বাশারের হাত থেকে এই ক্যাপই পেয়েছিলেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটি টেস্টে সেই একই ক্যাপ মাথায় দিয়েছেন মাঠে নামার আগে।

দীর্ঘ ২০ বছরের যাত্রায় মুশফিক কখনো ঝলমল করেছেন ব্যাট হাতে, কখনো ব্যর্থতার কষ্টে ডুবেছেন। কিন্তু ক্যাপটি রয়ে গেছে তাঁর সঙ্গে, প্রতিটি সংগ্রামের নীরব সাক্ষী হয়ে। তিনি জানেন, এই পুরনো ‘ক্যাপ’ কেবল কাপড়ের টুকরো নয়  এটি তাঁর টেস্ট জীবনের প্রতিটি ঘাম, প্রতিটি দাগের প্রতিফলন।

বিশ্ব ক্রিকেটে এমন ঐতিহ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার ‘ব্যাগি গ্রিন’, ভারতের সাদা ক্যাপ, কিংবা শ্রীলঙ্কার রঙ চটা ক্যাপ  প্রতিটি টেস্ট খেলোয়াড়ের কাছে এগুলো গর্বের প্রতীক।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ বলেছিলেন, এই ক্যাপ শুধু আমার নয়, এটা আমার আগে যারা খেলেছেন, তাদেরও উত্তরাধিকার।”
মুশফিকও একই অনুভূতি বয়ে বেড়াচ্ছেন নিজের প্রিয় টেস্ট ক্যাপে। ২০০৫ সালে কিশোর বয়সে টেস্টে অভিষেক ঘটে মুশফিকের। সেই সময় কেউ ভাবতেও পারেনি  একদিন বাংলাদেশের জার্সিতে কোনো খেলোয়াড় শততম টেস্ট খেলবেন। সেই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে।

মুমিনুল হক হয়তো ভবিষ্যতে এই কীর্তিতে পৌঁছাতে পারেন, তবে ততদিনে মুশফিক থেকে যাবেন ইতিহাসের অংশ হয়ে। তাঁর এই ক্যাপ, তাঁর নিবেদন আর ক্রিকেটের প্রতি এই ভালোবাসা  সবই হয়ে থাকবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম প্রতীক।

টি-টোয়েন্টি যুগে যেখানে অনেক ক্রিকেটার স্বল্প সময়ের ফরম্যাটে ঝুঁকে পড়ছেন, সেখানে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটকে রেখেছেন সবচেয়ে উঁচুতে। তাঁর প্রতিটি ইনিংসে সেই আবেগ, সেই সম্মান স্পষ্ট। রঙ হারানো সেই টেস্ট ক্যাপের ভাঁজে লুকিয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই দশকের গল্প।
হাসি-কান্না, জয়-পরাজয় সবকিছুর সাক্ষী হয়ে থাকা এই ক্যাপ এখন কেবল মুশফিকুর রহিমের নয়, এটা হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্যের অংশ।