/
/
/
১৯৮৩ সালের আজকের দিনে যেভাবে এলো কম্পিউটার ভাইরাস
১৯৮৩ সালের আজকের দিনে যেভাবে এলো কম্পিউটার ভাইরাস
ByMozammel Haque Hridoy
Published১০ নভেম্বর, ২০২৫
১২:২৪ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

com vir

কম্পিউটার আবিষ্কারের পর থেকেই এর আধুনিকায়ন হতে শুরু করেছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে। বর্তমানে আধুনিক ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রায় কম্পিউটার হয়ে উঠেছে এক অবিচ্ছেদ্য ও অনিবার্য উপাদান। হাজার হাজার তথ্য উপাত্ত থাকে কম্পিউটারে। তবে সেই তথ্যগুলোও চুরির ঝুঁকি থেকে যায়। ভাইরাস আক্রমণের ফলে কম্পিউটারের তথ্য অন্যের দখলে কিংবা পুরো কম্পিউটারটিই অচল হয়ে যেতে পারে।

এবারে চলো জানি ভাইরাস আসলে কি, কিভাবেই বা এলো। কম্পিউটার ভাইরাসের সংজ্ঞা দিতে গিয়ে ফ্রেড কোহেন বলেন, “এমন একটি প্রোগ্রাম যা অন্য প্রোগ্রামকে সংক্রমিত করতে পারে এবং নিজের অনুলিপি তৈরি করতে পারে।”
কম্পিউটার ভাইরাস শব্দটি এসেছে আজ থেকে চার দশকেরও বেশি সময় আগে। একটি পরীক্ষার মাধ্যমে ভাইরাসের আবিষ্কার ঘটে। ১৯৮৩ সালে ফ্রেড কোহেনের হাত ধরে কার্যকরীভাবে ভাইরাসের জন্ম হয়। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফ্রেড কোহেন একটি গবেষণা প্রকল্পে কাজ করে যার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক অ্যাডলম্যান, সে সময় কোহেন একটি প্রোগ্রাম তৈরি করেন যা নিজেকে অপারেটিং সিস্টেমের মধ্যে কপি করতে পারে এবং অন্যান্য প্রোগ্রামেও সংযুক্ত হতে পারে। আর এটিই মূলত কম্পিউটার ভাইরাস হিসেবে নামকরণ করা হয়।

কোহেন ১০ নভেম্বর ১৯৮৩ সালে একটি কম্পিউটারে প্রথমে ৮ লাইনের একটি কোড ব্যবহার করে তার নমুনা ভাইরাস পরীক্ষা চালান। তার এ পরীক্ষায় তিনি সফল হন এবং ঐ প্রোগ্রামটি মাত্র পাঁচ মিনিটে সিস্টেমের সব নিরাপত্তা ভেদ করে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। সেই থেকে কম্পিউটার ভাইরাস শব্দটি ব্যবহার হতে থাকে। যার ফলে ১০ নভেম্বরকে কম্পিউটার ভাইরাসের জন্মতারিখ বলা হয়ে থাকে।

সূত্র: ওয়্যার্ড ডট কম