/
/
জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে হামজা-জামালরা
জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে হামজা-জামালরা
ByMozammel Haque Hridoy
Published১৮ নভেম্বর, ২০২৫
৩:৫৪ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

bd football

এশিয়ান কাপের বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই চরম উত্তেজনা। যদিও দীর্ঘদিন থেকে জয় ঘরে তুলতে পারেনি বাংলাদেশ ফুটবল টিম।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের ফুটবল টিম। এই মহারণেই ২২ বছরের জয়ের খরা ঘোচাতে মরিয়া জামাল ভুঁইয়া, হামজারা।

গতম্যাচে নেপালের বিপক্ষে হামজার জোড়া গোল দলকে অনেকটাই চাঙ্গা করে তুলেছে যদিও জয় অর্জন করতে পারেনি। তবে হামজা এ ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। এদিকে ঠিকমতো ব্যবহার করতে পারলে ভারতের রক্ষণভাগকে কিল করতে পারবে রাকিব’ বলে মন্তব্য ও আশাও ব্যক্ত করেছেন বাংলাদেশী এই ক্যাপ্টেন।

গত কয়েকম্যাচে শেষ সময়ে এসে গোল হজম করার তিক্ততা থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ফুটবল টিম। গুরুত্বপূর্ণ ও ‘ইমোশনাল’ এই ম্যাচে জয় ছিনিয়ে আনতে চায় জামাল ভুঁইয়া। এ নিয়ে জামাল মন্তব্য করেন, “এটা অনেক ইমোশনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। জাতীয় দলের সামনে দীর্ঘ বিরতি তাই যদি জয় দিয়ে শেষ করতে পারি তা আমাদের সমর্থকদেও ইতিবাচক কিছু দেবে।” এছাড়াও তিনি বলেন, আবেগে ভেসে নয় ঠান্ডা মাথায় খেলাই লক্ষ্য।’

গত ম্যাচে হামজার বাইসাইকেল গোলে এসিস্ট করে দলীয় ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। তিনি জানান, এই গোল বাংলাদেশে তার দেখা একনাম্বার গোল।’

গতম্যাচে জোড়া গোল করা হামজা চৌধুরি বাংলাদেশ ফুটবলের দর্শক, সমর্থক ও সংশ্লিষ্ট সকলেরই যেন মধ্যমনি। তাদের প্রত্যাশা গত ম্যাচের মত এ ম্যাচেও দারুণ পারফর্ম করবে হামজা চৌধুরী।  প্রায় দুইযুগ পরে বাংলাদেশের মাটিতেই ভারতের বিপক্ষে জয় অর্জন করতে মরিয়া বাংলাদেশ টিম।

এদিকে ভারতীয় দলে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে বলে জানা গেছে। চমকের নাম রায়ান উইলিয়ামস, অস্ট্রেলিয়ান এই বংশদ্ভূত খেলতে আগ্রহী ভারতীয় ফুটবল টিমের হয়। যদিও সবকিছু পাকাপোক্ত কিন্তু এখনও ছাড়পত্র নিয়ে জটিলতা কাটেনি বলে জানা গেছে। তাই বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নামার সম্ভাবনা এখনও অনেকটাই ক্ষীণ বলেই ধরা যায়।