/
/
/
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ২৫ নভেম্বর থেকে শুরু
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ২৫ নভেম্বর থেকে শুরু
Byলাল সবুজ প্রকাশ
Published২৪ নভেম্বর, ২০২৫
৬:০৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Exam

আগামী ৩ জানুয়ারি গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত সারাদেশের কৃষি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা।

গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুল্লাহ স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত নির্দেশিকায় এ তথ্য জানানো যায়। এবারে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এবারের কৃষি গুচ্ছের অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে এবং শেষ হবে ডিসেম্বরের ১৫ তারিখ রাত ১২টা পর্যন্ত।
এ ধরনের সকল তথ্য পাওয়া যাবে তাদের নির্ধারিত ওয়েবসাইটে (https://acas.edu.bd) যেখানে আবেদনের ফরম পূরণ ও ফি প্রদান করা যাবে।

জানা গেছে এবারের কৃষি গুচ্ছে ৯ বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৩ হাজার ৭০১ টি আসন রয়েছে৷