

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ‘১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫’। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকালে কেন্দ্রের ‘হল অব ফেম’-এ মেলার উদ্বোধন করেন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, এনডিসি, এবং উইমেন এন্ট্রাপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।
মেলায় অংশ নিয়েছে ৩৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এ মেলায় তৈরি পোশাক ৭৪, হস্ত ও কারুশিল্প ৫৪, পাদুকা ও চামড়াজাত পণ্য ৪০, পাটজাত ৩৫, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য ২৮, লাইট ইঞ্জিনিয়ারিং ১৩, জুয়েলারি ৯, প্রসাধনী ৭, আইটি সেবা ৫, হারবাল ৫, ইলেকট্রনিক্স ৩, ফার্নিচার ৩, অন্যান্য ১১
শিল্প মন্ত্রণালয়ের অধীন ৮টি সংস্থা, সরকারি আরও ১৫টি প্রতিষ্ঠান এবং প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক। এছাড়া স্পন্সর হিসেবে আছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি, লংকাবাংলা, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি। মেলার প্রতিদিনই থাকবে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার–উদ্যোক্তা সংযোগ অনুষ্ঠান। উদ্যোক্তারা মেলা থেকেই সরাসরি ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে ঋণ সংক্রান্ত তথ্য নিতে ও আবেদন করতে পারবেন।
৭–১৪ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত, প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারবেন।এ মেলায় বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।