
দেশের অনলাইন প্লাটফর্মভিত্তিক মিডিয়া ঢাকা পোস্ট বিনোদন সম্পাদক পদে জনবল নিয়োগ দিচ্ছে। এ পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর।
বিনোদন সম্পাদক পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে থাকতে হবে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। এক্ষেত্রে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ অগ্রাধিকার পাবে বলে জানানো হয়েছে। অন্যান্য যোগ্যতা হিসেবে উল্লেখ করেছে অনুবাদ করা দক্ষতা, সংবাদ লেখা ও ডেস্ক রিপোর্টিং এবং ফটোশপ ব্যবহারের দক্ষতা। আবেদন প্রার্থীর ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এ চাকরিতে কোনো বয়সসীমার কথা উল্লেখ করেনি এবং ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রার্থীদের hr@dhakapost.com ঠিকানায় ইমেইলে পাঠাতে হবে এবং সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।