

শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম স্থগিত হওয়ার পর ফের নাট্যতীর্থ আয়োজিত বহুল প্রত্যাশিত ‘নবীন-প্রবীণ নাট্যমেলা’ শুরু হচ্ছে।
আজ রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটক। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ নাট্যমেলার।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই নাট্যমেলা চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটক প্রদর্শিত হবে। এবারের আয়োজনে দেশের নবীন ও প্রবীণ নির্দেশকদের দর্শকপ্রিয় সর্বমোট ৮টি নাট্য প্রযোজনা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ভাষ্য, সমকালীন ও ক্ল্যাসিক ধারার নাটকের সমন্বয়ে দর্শকদের জন্য একটি বৈচিত্র্যপূর্ণ ও শৈল্পিক অভিজ্ঞতা উপহার দেওয়াই এই নাট্যমেলার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণায় ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালনের কারণে ও অনিবার্য কারণে গত ১৯ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির সব আয়োজন সাময়িকভাবে স্থগিত ছিল। শোক পালন শেষে একাডেমি পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী পুনরায় নিয়মিতভাবে চালুর ঘোষণা দেয়।
এ নাট্যমেলার ধারাবাহিকতায় ২২ ডিসেম্বর মঞ্চস্থ হবে আরহাম আলো নির্দেশিত বহুবচনের প্রযোজনা ‘অনিকেত সন্ধ্যা’। ২৩ ডিসেম্বর নাট্যতীর্থের প্রযোজনা ‘জুলিয়াস সিজার’ মঞ্চে আসবে, যার নির্দেশনায় রয়েছেন তপন হাফিজ। ২৪ ডিসেম্বর প্রদর্শিত হবে গোলাম সরোয়ার নির্দেশিত ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘ঘর জামাই’।
২৫ ডিসেম্বর পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর প্রযোজনা ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ মঞ্চস্থ হবে, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। একই দিন বিকেল চারটায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রবীণের ঐতিহ্যালোকে নবীনের শিল্পযাত্রা’ শীর্ষক একটি সেমিনার।
নাট্যমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায়। সমাপনী দিনে মঞ্চস্থ হবে আরণ্যকের আলোচিত প্রযোজনা ‘রাঢ়াঙ’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।