/
/
/
১ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তুমি যাচ্ছো কবে?
১ জানুয়ারি শুরু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তুমি যাচ্ছো কবে?
Byলাল সবুজ প্রকাশ
Published২৯ ডিসেম্বর, ২০২৫
৪:৫৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of Copy of Copy of Bold Modern Travel Vlog Video YouTube Thumbnail (14)

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এ মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ৫০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য টিকিটের মূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতরা নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

আজ সোমবার(২৯ ডিসেম্বর) পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় ৩২৪টি দেশি ও বিদেশি প্যাভিলিয়ন ও স্টল অংশ নেবে, যেখানে বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হবে।

দর্শনার্থীদের যাতায়াত সুবিধার্থে রাজধানীর খেজুরবাগান, কুড়িল বিশ্বরোড, পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণে চলবে প্রায় ২০০টি বাস। এ ছাড়া রাইড শেয়ারিং সেবা পাঠাও মেলায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় দেবে।
মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীরা স্পট থেকে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন।
আয়োজকদের আশা, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পণ্যের প্রচার ও আন্তর্জাতিক বাজারে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।