Sunday, December 22, 2024
Homeএলএসএসপরিবেশ দিবসে মেহেন্দীগঞ্জের তরুণদের উদ্যোগ

পরিবেশ দিবসে মেহেন্দীগঞ্জের তরুণদের উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লাল সবুজ সোসাইটি মেহেন্দিগঞ্জ শাখা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ে ৪ ও ৫ জুন মঙ্গল ও বুধবার দুইদিন ব্যাপী স্কুল সেমিনার এর আয়োজন করে। গত ৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা শিকার্থীদের বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। সেখানে তারা জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

লাল সবুজ সোসাইটি মেহেন্দিগঞ্জ টিমের সমন্বয়ক মো. হানিফ বলেন, আমাদের উচিৎ পরিবেশ দূষণ বন্ধের লক্ষ্য নিয়ে এখন থেকেই অগ্রসর হওয়া। কারণ মেহেন্দিগঞ্জ প্রতিবছর জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্থ হয়। এ বিষয়ে শিশু কিশোরদের মধ্যে আমর সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি।এছাড়াও লাল সবুজ

সোসাইটি মেহেন্দিগঞ্জ টিম ৫ জুন বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১১টা থেকে শুরু করে বেলা ১টা পর্যন্ত সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আরো একটি অনুষ্ঠান আয়োজন করে। তারা শিক্ষার্থীদের থেকে প্লাস্টিক নিয়ে তাদেরকে গাছের চারা পুরস্কর ে এং স্কুলের আঙায় াছের চারা রোপণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments