/
/
/
শোক পালনে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ প্রদর্শক সমিতির
শোক পালনে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ প্রদর্শক সমিতির
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ জুলাই, ২০২৫
১:০৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (15)

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। একইসঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার ২২ জুলাই দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এক লিখিত বিবৃতির মাধ্যমে এই অনুরোধ করেন।

তিনি বলেন, ‘উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।’

উজ্জ্বল আরও বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।