

ইন্টারনেটে নিরাপদ থাকতে ‘সাইবার সচেতনতা’ বিষয়ে যৌথ উদ্যোগে অনলাইন কোর্স চালু করেছে ‘সাজিদা ফাউন্ডেশন’ এবং ‘দ্য এশিয়া ফাউন্ডেশন’। কোর্সটি সম্পন্ন করলেই অংশগ্রহণকারীরা পাবেন Google.org সার্টিফিকেট। পাশাপাশি প্রতিমাসে দ্রুততম সময়ে কোর্স শেষ করা প্রথম ৫০০ জন পাবেন ২০০ টাকা করে মোবাইল রিচার্জ।
সংগঠকরা জানিয়েছেন, উদ্যোগটির লক্ষ্য হলো ব্যবহারকারীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা।
কোর্সটি করতে আগ্রহীরা ভিজিট করতে পারবেন (cybershochetonota.com) এই ওয়েবসাইটে। কোর্সটিতে অংশগ্রহণকারীরা ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, অনলাইন প্রতারণা চিহ্নিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখতে পারবেন।
আয়োজকদের মতে, ইন্টারনেট ব্যবহারকারীরা যদি ঝুঁকি সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকেন, তবে প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
সাজিদা ফাউন্ডেশন ও দ্য এশিয়া ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগটি বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা সচেতনতায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।