/
/
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের 
২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের 
ByMozammel Haque Hridoy
Published১৮ নভেম্বর, ২০২৫
১০:১৫ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

bd football

এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম  ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল টিম। ভারতের বিপক্ষে ২২ বছর পর ম্যাচের ১১ মিনিটে মোরসালিনের দেয়া একমাত্র গোল থেকে জয় লাভ করে বাংলাদেশ।

মঙ্গলবার(১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাকিবের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বাংলাদেশের হয়ে গোলটি করে শেখ মোরসালিন। খেলার ১১তম মিনিটে বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো অসাধারণ পাস থেকে ভারতীয় গোলরক্ষকের সামনে থেকে পা বাড়িয়ে টোকা দিয়ে বল জালে পাঠায় জাতীয় দলের হয়ে ৭ম গোল করা শেখ মোরসালিন।

এই জয়ে বাংলাদেশের প্রতিটি দর্শক, সমর্থক ও সংশ্লিষ্টদের দীর্ঘ প্রায় দুই যুগের জয়ের প্রত্যাশা মিটলো। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ যেন অনবদ্য এক খেলা উপহার দেয় দর্শকদের। আক্রমণ পাল্টা আক্রমনের খেলায় ভারতও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে হামজা, তপুদের দুর্গ ভেদ করতে পারেনি ভারত।

খেলার প্রথমার্ধে দুর্দান্তভাবে এক গোল সেভ করেন হামজা চৌধুরি। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। পাঁচ হলুদ কার্ডের এই ম্যাচে ভারতের হলুদ কার্ড ৩টি এবং বাংলাদেশের বাকি ২ টি। এই খেলার মাধ্যমে দেশের ফুটবলে নতুনভাবে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং নতুন আশার আলো সৃষ্টি করেছে।