

যুক্তরাজ্যে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার অসাধারণ সুযোগ নিয়ে এসেছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের একটি যৌথ একটি উদ্যোগ।
কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা প্রতি বছর ১ বছরের এই সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পান। বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলমান। আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৫
যেসব শিক্ষার্থী অর্থনৈতিক অক্ষমতার কারণে যুক্তরাজ্যে পড়তে পারেন না, তাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই এই স্কলারশিপের উদ্দ্যেশ।
এ বৃত্তির জন্য বাংলাদেশসহ মোট ২০টি কমনওয়েলথভুক্ত দেশ সুযোগ পাবে। তারা হলো—
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঘানা, নাইজেরিয়া, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, গাম্বিয়া, ক্যামেরুন, মোজাম্বিক, লেসোথো, কিরিবাতি, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি ও জাম্বিয়া।
স্কলারশিপের মোট ছয়টি বিষয়বস্তু রয়েছে, এগুলো হলো,
এক্সেস, ইনক্লুশন অ্যান্ড অপর্চুনিটি, প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ, সাইন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, স্ট্রেঞ্জথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স, স্ট্রেঞ্জথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি , স্ট্রেঞ্জথেনিং রেসিলিয়েন্স অ্যান্ড রেস্পন্সেস তো ক্রিসেস।
আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে,
• কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে
• ২০২৬ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্যে পড়াশোনা শুরুর সক্ষমতা
• উচ্চ আয়ের দেশে ১ বছর বা তার বেশি সময় পড়াশোনা বা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে না
• স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনা করার আর্থিক সামর্থ্য নেই—এটা প্রমাণ করতে হবে
• এছাড়াও প্রয়োজনীয় সকল নথি নির্ধারিত ফরম্যাটে জমা দিতে হবে
যে সুবিধাগুলো পাবেন
• পূর্ণাঙ্গ টিউশন ফি
• যুক্তরাজ্যে যাওয়া–আসার বিমানভাড়া
• মাসিক ভাতা £১,৪৫২
• মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য £১,৭৮১
• থিসিস গ্র্যান্ট
• সন্তানের জন্য চাইল্ড অ্যালাউন্স
• শীতের সময় গরম কাপড় কেনার জন্য অতিরিক্ত অর্থ
আগ্রহী শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয় বা কোর্সে আবেদন করতে পারবে। তবে চূড়ান্তভাবে শুধুমাত্র একটি স্কলারশিপ অফার গ্রহণ করতে হবে।
এখানে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে পারবে।