/
/
এক যুগ ধরে চলছে জিটিএ ফাইভ ফের পিছিয়েছে ‘জিটিএ সিক্স’ মুক্তি
এক যুগ ধরে চলছে জিটিএ ফাইভ ফের পিছিয়েছে 'জিটিএ সিক্স' মুক্তি
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ নভেম্বর, ২০২৫
৬:০৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

gta5 1 1

সারাবিশ্বে ভিডিও গেমিং এর অন্যতম জনপ্রিয় ও উন্মাদনাপূর্ণ গেমের নাম জিটিএ সিরিজ। সম্প্রতি জিটিএ সিক্স মুক্তির ঘোষণা দিলেও তা পিছিয়েছে।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’ এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেম। এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা এখনো অটুট। বিশেষ করে অনলাইন মোডের কারণে নতুন প্রজন্মের কাছেও এটি সমান প্রিয়।

এক প্রজন্ম পেরিয়ে গেলো বলা যায়৷ অথচ গেমের নতুন ভার্সন পেতে উন্মাদনা ছড়িয়ে সবার মাঝে। এই সময়ে শৈশব পেরিয়ে কৈশোর থেকে যৌবনে পৌছায় গেমাররা অথচ অপেক্ষা শেষ হয়নি নতুন ভার্সনের।

সেই ‘জিটিএ’ (গ্র্যান্ড থেফট অটো) ফ্র্যাঞ্চাইজিই ফিরছে, তবে এবারও একটু দেরিতে।
২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘জিটিএ ফাইভ’ মুক্তি ও এর সাফল্যের পর থেকে ‘জিটিএ সিক্স’ এর অপেক্ষার প্রহর গোনা শুরু। প্রথমে ঘোষণা ছিল ২০২৫ সালে। এরপর আশার আলো দেখিয়ে বলা হলো, ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এটি। কিন্তু সেটিও হচ্ছে না, নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি দিয়ে বসল এমনই এক খবর, যা শুনে মন খারাপ হতে পারে অনেক গেমারের।

নতুন খবর, মে মাস নয়, ‘জিটিএ ৬’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ নভেম্বর। মুক্তির এই বিলম্বের কারণ হিসেবে রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ ভক্তদের জন্য যে উচ্চ মান ও নিখুঁত অভিজ্ঞতা আমরা সবসময় দিতে চেয়েছি, তা নিশ্চিত করতেই আমাদের আরও কিছু সময় চাই।

এত বছর ধরে নতুন সিকুয়েন্স পাওয়ার উন্মাদনা ছিল তুঙ্গে কিন্তু বারবার এমন পিছিয়ে যাওয়ার কারণে মনক্ষুন্নও হচ্ছে অনেকে। অনেকে আবার বলছে তাদের প্রত্যাশার কথা৷ তারা আশা করছেন, গেমের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্যও দেরি হতে পারে।

আশার কথা, এই গেমে দেখা মিলবে এক নতুন এবং বিশাল শহর ‘লিওনিডা’। যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অনুপ্রেরণায়। আরও ফিরছে সকলের প্রিয় ‘ভাইস সিটি’ -এর আধুনিক ও ঝলমলে রূপ।
এই গেমের উন্মাদনায় বুদ হয়ে আছে ভিডিও গেমাররা। তবে এবারে আর সময় ক্ষেপন করবে না বলে মনে করে তারা।