/
/
/
চেক প্রজাতন্ত্র গিয়ে বাংলাদেশি তরুণদের পুরস্কার লাভ ‍
চেক প্রজাতন্ত্র গিয়ে বাংলাদেশি তরুণদের পুরস্কার লাভ ‍
Byলাল সবুজ প্রকাশ
Published২৫ নভেম্বর, ২০২৫
৫:১৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

c rep11

ফিউচার পোর্ট ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৫’এ দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেছে বাংলাদেশি তরুণদের উদ্ভাবনী প্রকল্প ‘নির্ভয়া’। চেক প্রজাতন্ত্রে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি তরুণদের হাতে তুলে দেয়া হয় এক হাজার ইউরো।

গত ১৩ নভেম্বর প্রাগের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে দ্বিতীয় স্থান অর্জনকারী নির্ভয়া টিমের দুই সদস্য মারজানা ও শহিদুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে এ টাকা তুলে দেন আয়োজকরা।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২০টিরও বেশি আবেদন জমা পড়ে। তার মধ্যে মূল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গ্রীস, দ্বিতীয় বাংলাদেশ ও তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র।
তিন সদস্যের এই টিমে মারজানা মারিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস, শহিদুল ইসলাম নর্দান ইউনিভার্সিটি এবং অপরজন তায়েব মৃধা যে বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। এর মধ্যে তায়েব মৃধার প্রাগে যাওয়া হয়নি।

জানা গেছে, চা শ্রমিকদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই নির্ভয়ার যাত্রা। মূলত শ্রীমঙ্গলের চা শ্রমিক পরিবারের নারীদের মাসিক চলাকালীন স্বাস্থ্য সেবা, সচেতনতা, প্রশিক্ষণ, সহায়তা করে থাকে নির্ভয়া৷ অল্প দামে স্যানেটারি ন্যাপকিনও প্রদান করে তারা। তাদের তৈরি এপের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবাও দেয়া হয়, এছাড়া পুনর্ব্যবহার করা যায় এমন ন্যাপকিন তৈরির প্রশিক্ষণও দেয়া হয়।
এ অর্জন বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের জন্য বড় অনুপ্রেরণা বলেও মনে করেন এই তরুনেরা।