

ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।
আগামী বছর এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
আজকের খেলা নিয়ে বেশ আশাবাদী নারী ফুটবল দল। ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে কনফারেন্স রুমে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে মালয়েশিয়া নারী ফুটবল দলের কোচ জোয়েল করনেলি বলেছেন, তারা বাংলাদেশ ও আজারবাইজানের মত শক্তিশালী দুটি দলের বিরুদ্ধে খেলতে এখানে এসেছেন।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে। সে কারনেই দুটি ভাল দলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য সৌভাগ্যের এবং তারা ম্যাচগুলো উপভোগ করতে চান।
আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান।