/
/
৩২ বলে ১৬ ছক্কায় সেঞ্চুরি তরুণ ব্যাটার অভিষেক শর্মার
৩২ বলে ১৬ ছক্কায় সেঞ্চুরি তরুণ ব্যাটার অভিষেক শর্মার
Byলাল সবুজ প্রকাশ
Published৩০ নভেম্বর, ২০২৫
১২:৩৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

abhishek sharma

মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছে তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল সে।

রবিবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলার বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছে এই তরুণ। শেষ পর্যন্ত অপরাজিত থাকে মাত্র ৫২ বলে ১৪৮ রানে। ৮ চার ও তার দ্বিগুন অর্থাৎ ১৬ ছক্কার এই ইনিংস খেলেন অভিষেক শর্মা।

দলের হয়ে প্রভসিমরন সিংয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন অভিষেক। শুরু থেকেই ঝড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেয়। জাতীয় দলের তারকা বোলার মোহম্মদ শামি ও আকাশ দীপের বিপক্ষেও অনায়াসে রান তুলতে থাকে। মাত্র ১২ বলে তুলে নেয় ফিফটি। এই ১২ বলের মধ্যে একটি ডট বল খেলেছে।

এটি পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং কোনো ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে দ্রুততম অর্ধশতক করে আশুতোষ শর্মা, মাত্র ১১ বলে এই কীর্তি গড়েছিল সে তরুণ। অভিষেক এখন বিশ্বের সেই পাঁচ ব্যাটারের একজন, যারা টি–টোয়েন্টিতে ১২ বলে ফিফটি করেছে। এই তালিকায় তার আগে ছিলেন যুবরাজ সিং, ক্রিস গেইল, হজরতুল্লাহ জাজাই এবং সাহিল চৌহান।এরপর আরও বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেয় মাত্র ৩২ বলে।সব মিলিয়ে এই মৌসুমে তার ছক্কার সংখ্যা ৯২টি।