

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সাংবাদিকতায় আগ্রহী তরুণদের অংশগ্রহণে লাল সবুজ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো নাগরিক সাংবাদিকতা সম্পর্কিত দক্ষতা উন্নয়ন কর্মশালার ৭ম দিনের কার্যক্রম।
২৮ নভেম্বর শুক্রবার বরিশালের ব্রাউন কম্পাউন্ডের এডিটশালায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। লাল সবুজ সোসাইটি কর্তৃক আয়োজিত এই কর্মশালা ‘‘সংলাপ ও নাগরিক সাংবাদিকতার মাধ্যমে নাগরিক পরিসর পুনরুদ্ধার’ প্রকল্পের আওতায় ও দ্যা এশিয়া ফাউন্ডেশনের(পিইআরআই প্রোগ্রাম) এর সহায়তা এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে ‘সিটিজেন জার্নালিজম এন্ড স্টোরিটেলিং ল্যাব’ প্রোগ্রামের ৭ম দিনের আয়োজন।
গ্রুপ টাস্ক এন্ড স্টোরি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ শীর্ষক এ সেশনটি পরিচালনা করেন, চ্যানেল আই বরিশালের ব্যুরো প্রধান সাইদ পান্থ।
এ সময় সেশনে অংশগ্রহণকারীদের দলভিত্তিকভাবে নাগরিক গল্প তৈরি, মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ এবং ছবি–ভিডিও ধারণের বিভিন্ন ধাপ নিয়ে দিকনির্দেশনা দেন তিনি। দলগত ও সমন্বিতভাবে একটি প্রতিবেদন তৈরির অনুশীলন করানোও হয়। প্রায়োগিক কাজ হিসেবে প্রতিটি দলকে এক থেকে দুই মিনিটের ভিডিও প্রতিবেদন অথবা তিনশো থেকে পাঁচশো শব্দের একটি নাগরিক গল্প তৈরি করে জমা দিতে বলা হয়। এবং দিনের শেষে প্রতিটি দলের পক্ষ থেকে একটি করে খসড়া প্রতিবেদন জমা পড়ে।
কর্মশালার প্রশিক্ষক সাইদ পান্থ বলেন, নাগরিক সাংবাদিকতা শুধু খবর করার বিষয় নয়, এটি সমাজের সমস্যাকে নিজের চোখে দেখা, শোনা এবং সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, মানুষের কথা মন দিয়ে শোনা ও সঠিকভাবে গল্প সাজাতে পারাই একজন প্রতিবেদকের মূল শক্তি।” তিনি আরও বলেন, “আজকের অংশগ্রহণকারীরা যে উদ্যম ও আগ্রহ দেখিয়েছে, তা ভবিষ্যতের স্থানীয় গল্প বলার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।”
প্রশিক্ষণার্থীরা এ সময় নানা ব্যবহারিক কাজ সম্পর্কে জ্ঞানার্জন করেন। এ প্রশিক্ষণ তাদের নাগরিক সাংবাদিকতার পথকে সুযোগ করবে এবং গল্প- বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে জানান ।
প্রশিক্ষণে অংশ নেয়া তরুণী আফরিন আক্তার ইতি বলেন, আজকে আমরা দলগতভাবে মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করেছি। আগে কখনো ভাবিনি যে একটি ছোট ঘটনা থেকেও কত শক্তিশালী গল্প তৈরি করা যায়। এই সেশন আমাদের চোখ খুলে দিয়েছে।”
প্রশিক্ষণ সম্পর্কে আয়োজকেরা বলেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ের কাজ, দলগত সমন্বয় এবং গল্প তৈরির দক্ষতা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি দক্ষ নাগরিক সাংবাদিক হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখবে এই প্রশিক্ষণ।