/
/
ফেসবুকে নতুন ফিচার ‘নিকনেম’ চালু করল মেটা
ফেসবুকে নতুন ফিচার ‘নিকনেম’ চালু করল মেটা
Byলাল সবুজ প্রকাশ
Published৩০ নভেম্বর, ২০২৫
৭:০৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ফব

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা গ্রুপ ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে যোগাযোগের সুযোগ দিতে নতুন ফিচার ‘নিকনেম’ চালু করেছে। এই ফিচার ব্যবহার করে গ্রুপ সদস্যরা তাদের আসল নাম বা প্রোফাইল তথ্য প্রকাশ না করেই পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। একই সঙ্গে ছদ্মনাম ব্যবহার করেও গ্রুপে একটি ধারাবাহিক পরিচিতি বজায় থাকবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ব্যবহারকারী গ্রুপে অংশ নিলেও ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। নিকনেম ফিচারের মাধ্যমে তারা নিরাপদভাবে মতামত দিতে পারবেন, তবে প্রয়োজন হলে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম ব্যবহারকারীর প্রকৃত পরিচয় দেখতে পারবে।

নতুন ফিচার অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা নিজেরাই ছদ্মনাম ঠিক করতে পারবেন, অথবা ফেসবুকের প্রস্তাবিত নিকনেম বেছে নিতে পারবেন। তবে নিকনেম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং একই গ্রুপে একই নিকনেম ব্যবহার করা যাবে না। ছদ্মনামের সঙ্গে আলাদা প্রোফাইল ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ড ব্যবহারের সুযোগও থাকছে।

এই ফিচার ব্যবহারের জন্য পোস্ট তৈরির সময় ‘Use Nickname’ অপশনটি নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো সময় ব্যবহারকারী নিজের আসল নামেও ফিরে যেতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরাই এই ফিচার চালু বা বন্ধ করার অনুমতি পাবেন। গ্রুপে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আলোচনার পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।