

ত্বকের যত্নে বিভ্রান্তি দূর করতে দেশে প্রথমবারের মতো ‘এআই স্কিন অ্যানালাইজার’ সেবা চালু করেছে স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন। অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে এই সেবা কয়েক সেকেন্ডেই ত্বকের আর্দ্রতা, তেলতেলে ভাব, বলিরেখা, ব্রণ, উজ্জ্বলতা, লোমকূপ ও দাগের বিস্তারিত বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করবে।
ব্যবহারকারীকে শুধু www.bioxin.com এ গিয়ে ‘স্কিন অ্যানালাইজার’ অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী একটি ছবি তুলতে হবে। সঙ্গে সঙ্গে পাওয়া যাবে পূর্ণাঙ্গ স্কিন রিপোর্ট ও ব্যক্তিগত ত্বকের ধরন অনুযায়ী বায়োজিনের পণ্যের সুপারিশ।
ত্বক বিশেষজ্ঞ ডা. নশিন নওয়েরা জানান, ভুল পণ্য ব্যবহারের কারণে যে ক্ষতি হয়, এই প্রযুক্তি তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বায়োজিন জানিয়েছে, স্কিনকেয়ারকে আরও সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করতে তারা ভবিষ্যতে মোবাইল অ্যাপসহ উন্নত সেবা যুক্ত করবে; এটি তাদের প্রথম ধাপ।