/
/
সুইডেনে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ
সুইডেনে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১১ ডিসেম্বর, ২০২৫
৫:১১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

sweden

উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকার কিংবা অন্যান্য মহাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়ার স্বপ্ন অনেকেরই। ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন ইতোমধ্যেই অনেক উন্নত ও স্থিতিশীল।

সুইডেনের উচ্চশিক্ষার প্রতি অনেক তরুণ, শিক্ষার্থীদের প্রবল আগ্রহ। কেননা দেশের আর্থ সামাজিক উন্নয়ন, শেনজেন অঞ্চল, ইইউ ও মানসম্মত স্বীকৃত শিক্ষা প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনে চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ ১৪৩ দেশ আবেদন করতে পারবে। সিলেক্টেড শিক্ষার্থীরা অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ এর আওতায় ফুল ফ্রি স্কলারশিপ পাবে।

সুবিধা হিসেবে থাকবে, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, ৪ সেমিস্টারে সম্পন্ন। যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রিধারী, একাডেমিক ভালো ফলাফল, ইংরেজিতে দক্ষতা। এছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র। এবং আবেদন করতে হবে অনলাইনে। এ নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক কর