/
/
/
অমর একুশে বইমেলা শুরু আগামী ২০ ফেব্রুয়ারি
অমর একুশে বইমেলা শুরু আগামী ২০ ফেব্রুয়ারি
Byলাল সবুজ প্রকাশ
Published১৮ ডিসেম্বর, ২০২৫
১২:৩২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Bacademy

অমর একুশে বইমেলা বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলার আয়োজন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া এ বইমেলা শুরু হবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারির বেলা ১১ টায় উদ্বোধন করা হবে। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১ মাস চলে অমর একুশে বইমেলা।
গতকাল বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসভায় উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার বিষয়ে অন্যান্য সিদ্ধান্তগুলো নেয়া।