/
/
/
সহিংসতা ছড়ানো সোশ্যাল মিডিয়া পোস্ট রিপোর্ট করতে সরকারি হটলাইন চালু
সহিংসতা ছড়ানো সোশ্যাল মিডিয়া পোস্ট রিপোর্ট করতে সরকারি হটলাইন চালু
Byলাল সবুজ প্রকাশ
Published২০ ডিসেম্বর, ২০২৫
১২:৫৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

s academy (2)

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। এক্ষেত্রে এজেন্সির নাম্বার ও ইমেইলে পাঠানো যাবে অভিযোগ।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই করবে। তারপর বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট পাঠানো হবে। সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট সরাসরি ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। উল্লেখ্য, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান দেয়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেকটা সহিংসতা সৃষ্টির জায়গায় হয়ে উঠেছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নাগরিকদের সোশ্যাল মিডিয়া সহিংসতা বা ভায়োলেন্স সৃষ্টি করার জন্য ব্যবহার না করার পাশাপাশি দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

এজেন্সির দেয়া যে একটি নাম্বার ও ইমেইল করতে অভিযোগ করতে পারবে। এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592 এবং ইমেইল notify@ncsa.gov.bd। এ পদ্ধতি ব্যবহার করে সহিংসতা কমবে এবং নিরাপত্তাক্ষেত্রে ন্যুনতম সাহায্য করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।