
দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন মাছরাঙা টেলিভিশন স্টাফ রিপোর্টার পদে জনবল নিয়োগ দেবে। এ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি সংবাদ বিভাগে কাজ করার জন্য গতিশীল ও উদ্যমী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
চাকরির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে টিভি সংবাদ প্রতিবেদন তৈরির জন্য আইডিয়া ডেভেলপ করা, সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য ও বক্তব্য সংগ্রহ, প্রস্তাবিত প্রতিবেদনের জন্য লিড প্রস্তুত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে পটভূমি যাচাই ও গবেষণা করা। পাশাপাশি সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও সংবাদ প্রস্তুত করতে হবে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। উপস্থাপনযোগ্য কণ্ঠস্বর, স্ক্রিপ্ট লেখার দক্ষতা এবং ইংরেজিতে কাজের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে প্রাথমিক ধারণা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রত্যাশিত। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকার বনানী। আগ্রহী প্রার্থীদের career@maasranga.tv ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে আবেদনকৃত পদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক অর্থাৎ বিষয় হিসেবে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
এ পদের আবেদনের শেষ তারিখ আগামী ৩ জানুয়ারি ২০২৬। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিস্তারিত তথ্য মাছরাঙা টেলিভিশনের ওয়েবসাইট www.maasranga.tv -এ পাওয়া যাবে।