

ঢাকা, সেপ্টেম্বর ২০২৫: চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণ নির্মাতাদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মশালা “সুলতানার স্বপ্ন: আখ্যান, বিষয়বস্তু ও আকাঙ্ক্ষা নির্ভর চলচ্চিত্র নির্মাণ কর্মশালা”। এ কর্মশালার আয়োজন করেছে লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ।
আগামী ১৬ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত “মুক্তিযুদ্ধ জাদুঘর” এ অনুষ্ঠিত হবে এ কর্মশালা।
৯ দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা চলচ্চিত্র বিশ্লেষণ ও নন্দনতত্ত্ব, চিত্রনাট্য রচনা, প্রযোজনা কৌশল, ভিডিও আর্ট ও ডকুমেন্টারি নির্মাণ, চলচ্চিত্র পিচ প্রেজেন্টেশনসহ হাতে-কলমে সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা ২০ জন। নিবন্ধন ফি সাধারণ অংশগ্রহণকারীর জন্য নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ২,০০০ টাকা। আবেদন করা যাবে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৫।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিক সমালোচক সংঘ “FIPRESCI” বাংলাদেশের সদস্যদের সামনে প্রদর্শিত হবে।
আবেদনের লিংক- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdPAzJg7EjO2IFeReeJ3REnPOphI-1IzXehPxmQbiROAGL23w/viewform