/
/
তরুণ গবেষকদের জন্য মাসব্যাপী কোর্স
তরুণ গবেষকদের জন্য মাসব্যাপী কোর্স
Byনাঈম শিকদার
Published১৪ সেপ্টেম্বর, ২০২৫
৫:২৬ অপরাহ্ণ
503612616_689380597300235_8885718071973755637_n
নাঈম শিকদার
নাঈম শিকদার লাল সবুজ প্রকাশের সক্রিয় সদস্য এবং সহকারী কো-অর্ডিনেটর। তার শখ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং, পাশাপাশি ভ্রমণ করে নতুন মানুষ ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া। সে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে আগ্রহী।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

546268951_1215550493923402_4140331468592312949_n

মুক্তিযুদ্ধ জাদুঘর চতুর্থবারের মতো তরুণ গবেষকদের জন্য মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

কোর্সটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, ইতিহাসবিদ ড. আবু মো. দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ চলবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি শুক্র ও শনিবার, বিকেল ৩টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরে।

কোর্সের মাধ্যমে তরুণ গবেষকরা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার পদ্ধতি ও দিকনির্দেশনা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়া, এই উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও ভবিষ্যৎ একাডেমিক গবেষণায় অবদান রাখতে সাহায্য করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

অংশগ্রহণের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী হতে হবে। শুধুমাত্র তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক গবেষণায় আগ্রহী তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফি ৫,০০০ টাকা নির্ধারিত হলেও শিক্ষার্থীরা ৩,৫০০ টাকায় কোর্সটি করতে পারবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৫।

আবেদন লিংক: https://forms.gle/EyHYKSoHCRynXFGt9