

খুলনার কয়রায় উপকূলীয় ভাঙন রোধ ও সবুজায়ন ফিরিয়ে আনতে ৫০ হাজার গাছ রোপণ করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন (GBF)। গত ১২ সেপ্টেম্বর ‘প্রজেক্ট অক্সিজেন ৫.০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রকল্পের আওতায় কাকড়া, গেওয়া ও সুন্দরীসহ ম্যানগ্রোভ ও স্থানীয় প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। ৪১ একর জমির নদী-তীরবর্তী এলাকায় কৌশলগতভাবে এসব গাছ লাগানো হয়, যাতে প্রাকৃতিকভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি হয়। একইসঙ্গে এসব বৃক্ষ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কার্বন শোষণেও ভূমিকা রাখবে।
শুধু বৃক্ষরোপণ নয়, প্রকল্পটি তরুণদের সম্পৃক্ত করতে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্থানীয় স্কুল ও মাদরাসার ৫০০ শিক্ষার্থী ‘ক্লাইমেট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’-এ অংশ নেয়। সেখানে জলবায়ু সুরক্ষা ও বনায়ন বিষয়ে কর্মশালা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘমেয়াদে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করতে এতে ধর্মীয় নেতারাও যুক্ত হয়েছেন।
প্রকল্পে সহায়তা দিয়েছে স্কয়ার গ্রুপ, সেন্ট্রোটেক্স লিমিটেড এবং টাইগার মিডিয়া। আয়োজকদের আশা, এই উদ্যোগ থেকে কয়রা অঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এখানে একটি ‘মিনি-ফরেস্ট’ তৈরি হবে, যা প্রতিবছর ৪০ টনের বেশি অক্সিজেন উৎপাদন করবে এবং উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করবে।