/
/
/
জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা
জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা
Byসাদিয়া আমিন শিলা
Published১৬ সেপ্টেম্বর, ২০২৫
৫:৩৬ অপরাহ্ণ
WhatsApp Image 2025-08-30 at 1.52.36 PM
সাদিয়া আমিন শিলা
সাদিয়া আমিন শিলা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তিনি বইপড়া ও গান পছন্দ করেন। লেখালেখি ও উপস্থাপনায় তার বিশেষ আগ্রহ রয়েছে।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design

জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আয়োজন করা হয়েছে বিশেষ এক আলোকচিত্র প্রতিযোগিতা। “তরুণরাই পরিবর্তনের প্রভাবক”— এ থিমকে সামনে রেখে আয়োজন করা প্রতিযোগিতায় তরুণদের ক্যামেরায় বন্দি করতে হবে শান্তি, উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর প্রতিফলন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবিগুলোর মধ্য থেকে সেরা ৮০টি ছবি বাছাই করা হবে। এগুলো আগামী ২৩ অক্টোবর জাতিসংঘ দিবসের মূল অনুষ্ঠানে প্রদর্শিত হবে। পরে ঢাকার একটি উন্মুক্ত স্থানেও ছবিগুলো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচিত ছবিগুলো জাতিসংঘের ডিজিটাল গ্যালারিতেও স্থান পাবে।

আগ্রহীরা নির্ধারিত নিয়মাবলী পড়ে আবেদন করতে পারবেন এই লিংকে— [https://tinyurl.com/un80bdyouthphotocontest](https://tinyurl.com/un80bdyouthphotocontest)। ছবির শেষ জমাদানের সময় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জাতিসংঘ বাংলাদেশ জানায়, তরুণদের দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতা বিশ্বকে নতুনভাবে চিনতে সাহায্য করে। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছ।