

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স ২০২৫”। দুর্যোগ মোকাবেলা, জরুরি মুহূর্তে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। তিনি বলেন, প্রশিক্ষিত ভলান্টিয়াররাই দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে প্রকৃত সেবার দৃষ্টান্ত স্থাপন করে।
কোর্সে অংশ নেয় স্বেচ্ছােসবী সংগঠন লাল সবুজ সোসাইটির ময়মনসিংহ জেলা শাখার ২৮ জন ভলান্টিয়ার।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অগ্নি নির্বাপণ কৌশল, প্রাথমিক চিকিৎসা, উদ্ধার কার্যক্রম, দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং মানসিক প্রস্তুতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা ভলান্টিয়ারদের ধন্যবাদ জানিয়ে তাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।