/
/
/
শফিকুর রহমান শান্তনুর কর্মশালায় নাট্যকার হবার সুযোগ
শফিকুর রহমান শান্তনুর কর্মশালায় নাট্যকার হবার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১৯ সেপ্টেম্বর, ২০২৫
৫:৩৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ওয়েবসাইট ছবি (7)

আপনি কি টেলিভিশনে প্রচারিত নাটক লেখার স্বপ্ন দেখেন? নিজের লেখা গল্প পর্দায় দেখতে চান? এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ এনে দিয়েছে ‘একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস’।

আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলামোটরে অবস্থিত ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত হচ্ছে একটি বিশেষ নাট্যলেখা কর্মশালা। বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কর্মশালা। যেখানে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল টেলিভিশন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই নাট্যকার সরাসরি অংশগ্রহণকারীদের শেখাবেন নাটক লেখার কৌশল ও প্রফেশনাল নাট্যকার হয়ে ওঠার পথ।

কী শেখানো হবে কর্মশালায়:

  • নাটকের গল্প লেখার প্রক্রিয়া

  • গল্প থেকে চিত্রনাট্য তৈরি করার কৌশল

  • কী ধরনের বই ও সিনেমা একজন নাট্যকারের পড়া/দেখা উচিৎ

  • পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগের কৌশল

  • প্রফেশনাল নাট্যকারের আয়-উপার্জন এবং কর্মজীবনের বাস্তবতা

  • নাট্যকার হিসেবে ক্যারিয়ার গড়ার স্পষ্ট দিকনির্দেশনা

কর্মশালার ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত, এবং সন্ধ্যায় চা-নাস্তার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন প্রোগ্রাম অরগানাইজার

“নিজের গল্পে যদি নিজের প্রিয় শিল্পীদের অভিনয় করাতে চান, তাহলে শুরুটা হোক এই কর্মশালা থেকেই,” বলছেন আয়োজকরা।

সীমিত আসন, রেজিস্ট্রেশন চলছে

শুধুমাত্র ৩০ জন অংশগ্রহণকারী এই কর্মশালায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে:
🔗 https://forms.gle/jymK9iF465FsE3hu8