

ঝালকাঠিতে তারুণ্যের উৎসব উপলক্ষে নাটক ‘অগ্নিকন্যা’ মঞ্চায়িত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌর মিনি পার্কে এ আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুল রহমান। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা ও তরুণরা।

জেলা প্রশাসক বলেন, ‘অগ্নিকন্যা’ নাটক নারী জাগরণ, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব।
অনুষ্ঠান শেষে নাটকটি দেখতে আসা দর্শকরা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে সাহসী ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।