/
/
/
সবাই কেন স্বপ্নীলের বন্ধু হতে চায়?
সবাই কেন স্বপ্নীলের বন্ধু হতে চায়?
Byলাল সবুজ প্রকাশ
Published১ অক্টোবর, ২০২৫
১২:০৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design

ফেসবুকে কয়েকদিন ধরেই এক নাম ঘুরছে—স্বপ্নীল। “ছেলের বন্ধুদের জন্য সামান্য আয়োজন” নামের একটি ছোট রিল ভিডিও থেকেই শুরু এই মাতামাতি।

ভিডিওটি পোস্ট করেন ফেসবুক ক্রিয়েটর আরিফা বেগম। সেখানে দেখা যায়, টেবিলে সাজানো নানা মুখরোচক খাবার। তিনি জানান, এগুলো রান্না করা হয়েছে তার ছেলে স্বপ্নীলের বন্ধুদের জন্য। সেই টেবিল ভর্তি আয়োজনকে তিনি বলেছিলেন “খুব সামান্য আয়োজন”; আর সেখান থেকেই শুরু নেটিজেনদের উচ্ছ্বাস।

সাধারণ এক পারিবারিক মুহূর্তই পরিণত হয়েছে ভাইরাল ট্রেন্ডে। কেউ লিখছেন, আমারও যদি এমন বন্ধু থাকত!, কেউ আবার মজা করে ট্যাগ করছেন তাদের কাছের বন্ধুদের–“তুই-ই আমার স্বপ্নীল।”

‘স্বপ্নীলের বন্ধু’ এখন ছড়িয়ে পড়েছে নিউজফিডজুড়ে। এই কন্টেন্ট ভাইরালের পেছনে কাজ করছে এক ধরনের নস্টালজিয়া।  ভিডিওটি  মানুষকে শৈশব ও বন্ধুত্বের সহজ সময়গুলোর কথা মনে করিয়ে দিয়েছে। বন্ধুর জন্য বাড়িতে আড্ডার আয়োজন, ভাগাভাগি করা খাবার আর আন্তরিকতার উষ্ণতায় ভরা দিনগুলোর স্মৃতি!

আর সেই আবেগকেই ট্রেন্ড বানিয়ে ফেলেছে নেটিজেনরা। আর এ কারণেই, সবাই মজা করে বলছে আমিও স্বপ্নীলের বন্ধু হতে চাই।