

জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য উদ্যোগ ‘প্লাস্টিক মার্কেট’।
গত ১১ নভেম্বর দুপুর ১২টায় ফেনীর আলহাজ্ব কোব্বাত আহমেদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনটি বাস্তবায়ন করেছে লাল সবুজ সোসাইটি ফেনী টিম, যা পরিচালিত হয়েছে গ্রিন প্লানেট একাডেমি প্রকল্পের আওতায়।
পুরো কার্যক্রমে সহযোগিতা করেছে International Centre for Climate Change and Development (ICCCAD), Embassy of Sweden এবং Independent University, Bangladesh (IUB)। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্ম, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। তারা সংগৃহীত প্লাস্টিক জমা দিয়ে পেয়েছে পরিবেশবান্ধব উপহার, যা “প্লাস্টিক দাও, উপহার নাও” কার্যক্রমের অংশ হিসেবে প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্যের পরিবর্তে ব্যবহার উপযোগী ও টেকসই উপহার গ্রহণ করে পরিবেশবান্ধব জীবনধারার প্রতি উৎসাহিত হয়।
পুরো সেশনটির নেতৃত্ব দেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিমের সহ-সাধারণ সম্পাদক, আবদুল কাইয়ুম। তাঁর নেতৃত্বে তরুণ স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীদের সামনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্লাস্টিক ব্যবহারের ক্ষতি, এবং প্রতিটি মানুষের ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা পরিচালনা করেন। আবদুল কাইয়ুম বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম বুঝুক, পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকেই। যদি প্রত্যেকে নিজের চারপাশে প্লাস্টিক ব্যবহারে সচেতন হয় এবং পরিবেশের পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তবে সেটিই হতে পারে টেকসই ভবিষ্যতের সূচনা।”
এই আয়োজনের মাধ্যমে “প্লাস্টিক মার্কেট” কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এক নতুন চিন্তার প্রতীক হয়ে উঠেছে যেখানে তরুণরা নিজেরাই নেতৃত্ব দিচ্ছে সবুজ পৃথিবী গঠনের অভিযানে।