

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সাংবাদিকতায় আগ্রহী তরুণদের অংশগ্রহণে লাল সবুজ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো নাগরিক সাংবাদিকতা সম্পর্কিত দক্ষতা উন্নয়ন কর্মশালার তৃতীয় দিনের কার্যক্রম।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) বরিশালের ব্রাউন কম্পাউন্ডের ইউনিক মেডিকেল সার্ভিস ভবন্রর তৃতীয় তলায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। লাল সবুজ সোসাইটি কর্তৃক আয়োজিত এই কর্মশালা ‘’রিক্লেইম সিভিক স্পেস থ্রো ডায়লগ এন্ড সিটিজেন জার্নালিজম’ প্রকল্পের আওতায় ও দ্যা এশিয়া ফাউন্ডেশনের(পিইআরআই প্রোগ্রাম) এর সহায়তা এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে ‘সিটিজেন জার্নালিজম এন্ড স্টোরিটেলিং ল্যাব’ প্রোগ্রামের তৃতীয় দিনের আয়োজন।
দিনব্যাপী সেশনের অন্যতম অংশ ছিল ‘রিপোর্টিং স্কিলস এন্ড ইন্টারভিউ টেকনিকস’, যা পরিচালনা করেন সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপুর্ব অপু। সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া সেশনে তিনি তথ্য সংগ্রহের কৌশল, সাক্ষাৎকারের প্রস্তুতি, কার্যকর প্রশ্ন তৈরি এবং নির্ভরযোগ্য সূত্র যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন।
অপুর্ব অপু বলেন, “সংবাদ সংগ্রহের সবচেয়ে বড় শক্তি হলো প্রস্তুতি। প্রশ্ন যত গভীর হবে, সাক্ষাৎকার থেকে তত সঠিক তথ্য পাওয়া যাবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার, দ্রুত নোট নেওয়া এবং সূত্রের সঙ্গে আস্থা তৈরি—এগুলো এখন সাংবাদিকতার অপরিহার্য অংশ।”
এ ছাড়া কর্মশালায় কন্টেন্ট তৈরি কৌশল বিষয়ে সেশন নেন সাইদুজ্জামান শিপলু। তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট পরিকল্পনা, গল্প গঠনের ধাপ, ভিজ্যুয়াল উপস্থাপন ও দর্শক–বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো তুলে ধরেন।
অংশগ্রহণকারী তরুণেরা বলেন, “এত সুন্দর উদ্যোগ ও হাতে কলমে শেখার সুযোগ করে দেয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সেশনগুলোর মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং নাগরিক সাংবাদিকতা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারছি।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একটি ছোট সাক্ষাৎকার পরিকল্পনা তৈরির প্র্যাকটিক্যাল কাজও দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ধারাবাহিক এই প্রশিক্ষণ তরুণ সংবাদকর্মী ও কনটেন্ট নির্মাতাদের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।