

বর্তমান সময়ে যদি কাউকে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা জিজ্ঞেস করা হয়, তবে বেশিরভাগের থেকেই প্রথম উত্তরটা আসবে চ্যাট জিপিটি। ব্যবহারকারীদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে চ্যাটজিপিটি। মানুষ নিজের কর্মক্ষমতা, দক্ষতা বৃদ্ধি ও সহায়তার জন্য চ্যাটজিপিটির ব্যবহার দিনদিন বাড়িয়েই দিচ্ছে।
তবে এ মাসের শুরু থেকে ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি ৩টি সেবা দিবেনা বলে ঘোষণা করে তারা। এই সেবাগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা, আইন বা আর্থিক পরামর্শ। চ্যাটজিপিটি শুধুমাত্র শিক্ষাসহায়তা, ধারণা ও প্রক্রিয়া ব্যাখ্যা করবে। তবে কোনো ব্যক্তিগত ও পেশাদার পরামর্শ দেবে না বলে জানানো হয়। দায়িত্ব সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় ওপেনএআই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
সরাসরি চিকিৎসা ও আইনি বিষয়ে পরামর্শ সুবিধা না দিলেও সাধারণ বিষয়ে জিজ্ঞেস করতে পারবে এবং উত্তর বা পরামর্শ পাবে জিজ্ঞেসকারীরা। এক্ষেত্রে উইলের বিষয়ে, কর সংক্রান্ত বিষয়ে, সাধারণ চিকিৎসা পদ্ধতি, সুস্থ থাকার উপায়ের পরামর্শ দিবে। কিন্তু কোনো ওষুধের নাম, পরিমান কিংবা মামলার বিস্তারির পদক্ষেপ বা ফাইলের খসড়া কিংবা বিনিয়োগের মত বিষয়ে পরামর্শ পাওয়া যাবে না।
ওপেনএআই ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে যে, চ্যাটজিপিটি পেশাদার লাইসেন্সপ্রাপ্ত পেশাদারদের কখনই সমকক্ষ বা বিকল্প হতে পারেনা। এছাড়া চ্যাটজিপিটিতে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য আদান প্রদানের বিষয়েও সতর্ক করে দেয় তারা।