

নির্মাতা ও অভিনেতা কচি খন্দকারের পরিচালিত প্রথম ছবিতেই অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
এর আগে কচি খন্দকার বেশ কিছু জনপ্রিয় ও আলোচিত নাটকের পরিচালনা করলেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন বলে জানা যায়। আর তার প্রথম সিনেমা ‘মাই ডিয়ার ফুটবল’ এ মূল চরিত্রে অভিনয় করবেন এই শিল্পী।
এ’দুজনকে এর আগে বেশ কয়েকটি নাটকের দৃশ্যে একই সাথে দেখা যায় এবং কচি খন্দকারের কয়েকটি পরিচালিত নাটকেও দেখা যায় মোশাররফ করিমকে।
মূলত তাদের মধ্যে জমজমাট এক রসায়ন রয়েছে বলেই এই সিনেমায় মোশাররফ করিমকে নিয়েছে বলে জানান এই নির্মাতা।
এক গণমাধ্যমে তিনি বলেন, “ফুটবল খেলা নিয়ে এই সিনেমা। মফস্বলে ফুটবল খেলা নিয়ে উন্মাদনাকেই তুলে ধরেছি। আশা করি আগামী বছরের জুনে শ্যুটিং এর কাজ শুরু করতে পারব।”
মোশাররফ করিমের পাশাপাশি অন্যান্য কোন কোন শিল্পী রয়েছে এমন কথায় তিনি জানান, এ বিষয়ে চমক থাকবে। তবে খুব জলদিই জানাবেন তিনি।