

অনলাইনে মেট্রোরেলের স্থায়ীকার্ড রিচার্জ করার সুবিধা চালু করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর কার্ডগুলো রিচার্জের জন্য আর স্টেশনে না গিয়ে ঘরে বসেই করতে পারবেন রিচার্জ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জ সুবিধার উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। এ সেবার মাধ্যমে নতুন ধারা যুক্ত হলো মেট্রো সেবায়। গ্রাহকরা চাইলেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সবধরনের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবে যেকোনো জায়গায় বসেই।
এ সেবা উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, “এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে র্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদে ও দ্রুততার সঙ্গে তাঁদের যাতায়াতের সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন।”
মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানো হয়েছে। এই মেশিনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড স্পর্শ করানোর পর অনলাইন রিচার্জ সম্পন্ন হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, এসএসএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকেই।