/
/
মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ করবে যেভাবে
মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ করবে যেভাবে
Byলাল সবুজ প্রকাশ
Published২৫ নভেম্বর, ২০২৫
৬:০৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

mrt

অনলাইনে মেট্রোরেলের স্থায়ীকার্ড রিচার্জ করার সুবিধা চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোর কার্ডগুলো রিচার্জের জন্য আর স্টেশনে না গিয়ে ঘরে বসেই করতে পারবে রিচার্জ।

আজ মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জ সুবিধার উদ্বোধন করা হয়।

যেভাবে করবে রিচার্জ

অনলাইন রিচার্জের জন্য প্রথমবার অনলাইনে বা এপে নিবন্ধন করতে হবে।

অনলাইন রিচার্জের ক্ষেত্রে র‍্যাপিড পাস কার্ড নিবন্ধন করা না থাকলে নিবন্ধন করে নিতে হবে।

যেকোনো একটি পেমেন্টের মাধ্যম ব্যবহার করে অনলাইনে কার্ড রিচার্জ করতে হবে। যেমন ব্যাংকের ক্রেডিট কার্ড, নগদ, বিকাশ বা রকেট সেবার মাধ্যমে।

অনলাইনে রিচার্জ করার পর এভিএম কার্ড স্পর্শ করার আগপর্যন্ত তা (রিচার্জ) পেন্ডিং দেখাবে।

অনলাইন রিচার্জের পর কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানো হয়েছে।

রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস দেওয়া হবে।

একটি কার্ডে একবারে সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

এ ছাড়া একবারে শুধু একটি পেন্ডিং অনলাইন রিচার্জ থাকতে পারবে। আগের রিচার্জ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন অনলাইন রিচার্জ করা যাবে না।

কার্ড যদি ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হয়, তাহলে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারী তাঁর রিচার্জ হিস্ট্রি অ্যাপ্লিকেশন বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখতে পারবে।

চাইলে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে `পারবে। বাতিলের ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

কার্ড ব্ল্যাকলিস্ট-সংক্রান্ত কারণে পেন্ডিং ট্রানজেকশনের ক্ষেত্রেও রিফান্ড রিকোয়েস্ট করতে পারবে। এ ক্ষেত্রেও ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

ওয়েবসাইট বা এপে যেতে এখানে ক্লিক কর