

এখন পর্যন্ত প্রায় ৩০০টি ছোট-বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ ভূমিকম্প-পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এ বলেন, ‘৩০০টি ছোট-বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।’
আইইবি-তে অনুষ্ঠিত সভায় আবাসন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অংশ নেন এবং ভূমিকম্পজনিত ক্ষতি কমাতে নীতিগত নির্দেশনা দেন।
সম্প্রতি বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়, যেখানে দেশের ঢাকা ও নরসিংদী সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়। এ ভূমিকম্পে বহু ভবনের ক্ষয়ক্ষতি হয় এবং ১০ জন মৃত্যুবরণ করেন। দেশের বহু বিল্ডিং ফেটে যায় এবং বেশ কিছু ভবন হেলেও যায়। এ ভুমিকম্পের ফলে দেশের মানুষ এখনও আতংকিতগ্রস্থ, তাদের ভবনের কাঠামো নিয়েও চিন্তিত তারা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তর, জরুরি সেবা প্রদানকারী সংস্থা, পেশাজীবী সংগঠন, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও গবেষক, রিহ্যাব এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।